বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন সাদিয়া 

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭:০৯

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া খাতুন (২৪) নামে এক গৃহবধূ। মঙ্গলবার সকালে হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি পাঁচ সন্তানের জন্ম দেন।

তবে শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় মাসহ পাঁচ শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের সোহাল রানার স্ত্রী সাদিয়া খাতুন অন্তঃসত্ত্বা অবস্থায় ১ নভেম্বর  কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন সকালে গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মনোরমা সরকারের নেতৃত্বে নরমাল ডেলিভারিতে সাদিয়া চার মেয়ে ও এক ছেলের জন্ম দেন। ভূমিষ্ঠ শিশুদের মধ্যে একজনের ওজন ৬৫০ গ্রাম। অন্যদের ওজন ৫০০ থেকে ৪৩০ গ্রাম। সদ্য ভূমিষ্ঠ শিশুদের স্বাভাবিক ওজন ২৫০ কেজি। এই শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হওয়ায়। ইনকিউবিটারে রেখে অক্সিজেন সাপোর্টসহ   প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের আরএমও ডাক্তার আশরাফুল আলম জানান, ভূমিষ্ঠ হওয়া পাঁচ শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হওয়ায় তারা ঝুঁকিতে রয়েছে। শিশুদের চিকিৎসাসহ সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। তবে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। 
 

 

ইত্তেফাক/ইউবি