সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নাইজেরিয়ায় ভবন ধসে নিহত বেড়ে ১৬, বহু নিখোঁজ

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ০৯:৫২

নাইজেরিয়ায় নির্মাণাধীন বহুতল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন জরুরি উদ্ধারকর্মীরা। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন সঠিক সংখ্যা কেউ নিশ্চিত করেনি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

রাজধানী লাগোসে সোমবার (১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ফারিনলোয়ি জানান, ধসে পড়া ভবনটি থেকে আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৬, জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ৯ জনকে।

ধসে পরা ভবন

এদিকে, নিখোঁজদের খোঁজে ঘটনাস্থলে অবস্থান করছেন অনেকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির নির্মাণাধীন কোম্পানি অনুমোদন নেওয়ার তুলনায় ছয়তলা বেশি নির্মাণ করায় দুর্ঘটনাটি ঘটেছে।

লাগোস স্টেট বিল্ডিং কন্ট্রোল এজেন্সির জেনারেল ম্যানেজার গোবলাহান ওকি জানান, ১৫তলা নির্মাণের অনুমতি নিয়ে ২১তলা করা হয়েছিল। আর ভবন নির্মাণে ব্যবহৃত সরঞ্জামও ছিল না মানসম্মত।

ইত্তেফাক/টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন