শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুদানে গণতন্ত্রপন্থী শিক্ষকদের বিক্ষোভে কাঁদানে গ্যাস

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২১:২৭

সুদানের রাজধানী খার্তুমে গণতন্ত্রপন্থী বিক্ষোভে অংশ নেওয়া কয়েক ডজন শিক্ষককে লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এদের অনেকেই নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছে বলে জানা গেছে। রবিবার (৭ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, খার্তুমে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে কয়েক ডজন শিক্ষক ‘সামরিক সরকার চাই না, বেসামরিক প্রতিনিধিদের হাতে ক্ষমতার হস্তান্তর চাই’ লেখা ব্যানার নিয়ে সমাবেশ করেন। দেশটির বেসামরিক প্রধানমন্ত্রী আবদাল্লা হামডোক গৃহবন্দী রয়েছেন এবং ক্ষমতা দখলকারীদের সহযোগিতা করার জন্য সেনাবাহিনীর চাপের সম্মুখীন হচ্ছেন।

গত মাসে অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সরকারের ক্ষমতা ভাগাভাগি চুক্তির বেসামরিক অংশ ভেঙে দিয়েছেন। তিনি ক্ষমতাদখলের পর বেসামরিক নেতাদের গ্রেপ্তার করেছেন এবং জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

ইত্তেফাক/এসএ