‘পাঠান’ ছবির জন্য বিদেশ যেতে হবে শাহরুখ খানকে। তিনি যে সময় দেশে থাকবেন না, সেই সময় যাতে আরিয়ানের নিরাপত্তায় কোনও ঘাটতি না হয়, সেদিকে খেয়াল রাখতে নিলেন বিশেষ ব্যবস্থা।
আরিয়ানের জন্য নিজের নিরাপত্তা রক্ষী রবি সিংকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন শাহরুখ খান। এক সূত্রে জানা গেছে যে আরিয়ান সবার সঙ্গে সহজে মিশতে পারে না। তবে শাহরুখের নিরাপত্তা রক্ষী রবির সঙ্গে আরিয়ানের সম্পর্ক খুব ভালো। তাই এবারের বিদেশ ভ্রমণে নিজের নিরাপত্তা রক্ষীকে সঙ্গে নেবেন না শাহরুখ। রবিকে রেখে যাবেন আরিয়ানের জন্য। তিনি নিজের জন্য নতুন নিরাপত্তা রক্ষীর আয়োজন করতে পারেন বলেও শোনা যাচ্ছে। আরিয়ানের জামিনের পর তার সঙ্গে বেশ কিছুদিন কাটিয়ে নতুন করে কাজ শুরু করছেন শাহরুখ খান।
এনসিবির দফতরে প্রতি শুক্রবার হাজিরা দেওয়ার জন্য আরিয়ানকে ডাকা হচ্ছে এখনো। পাশাপাশি ক্রুজে মাদক মামলায় নতুন তদন্তকারী টিম গঠন করা হয়েছে, তারা জেরার জন্য আরিয়ানকে যখন-তখন সমন পাঠাতে পারে।