খুলনায় যাত্রীবাহী বাস চাপায় ইউসুফ আলী নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে রূপসা উপজেলার আলাইপুর আনসার ক্যাম্পের সামনে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে রূপসা আনসার ক্যাপের সামনে রূপসা-মোংলাগামী যাত্রীবাহী বাস মিথি ক্ল্যাসিক (ঢাকা মেট্রো জ ১১-৩০৯৭) আনসার সদস্য মো. ইউনুস আলীকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।