শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তীব্র শীতে অভিবাসীদের ওপর পানি ছুড়ছে পোল্যান্ড

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০০:৩৬

বেলারুশ-পোল্যান্ড সীমান্তে জড়ো হওয়া অভিবাসীদের ওপর ওয়াটার ক্যানন বা জলকামান দিয়ে পানি ছুড়ছে পোলিশ কর্তৃপক্ষ। তারা অভিবাসীদের পোল্যান্ডে ঢুকতে দিতে চায় না। এলাকাটির তাপমাত্রা এখন খুবই কম, বরফ জমাটের কাছাকাছি। এই অবস্থায় ওয়াটার ক্যাননের শিকার হয়ে অবর্ণনীয় দুর্দশায় পড়েছেন অভিবাসীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের সংখ্যা প্রায় চার হাজার। এদের অধিকাংশই এসেছেন ইরাক ও আফগানিস্তান থেকে। বেলারুশ তাদের রাখতে রাজি নয়। অভিবাসীদের পোল্যান্ডের দিকে ঠেলছে তারা।

এ ঘটনায় ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, লুকাশেঙ্কো (বেলারুশের প্রেসিডেন্ট) সরকার যেভাবে দুর্বল অভিবাসীদের অন্য দেশের বিরুদ্ধে হাইব্রিড কৌশল হিসেবে ব্যবহার করছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা পোল্যান্ড এবং ক্ষতিগ্রস্ত সমস্ত মিত্রের সঙ্গে সংহতি প্রকাশ করছি।

ইত্তেফাক/এসএ