শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইউপি নির্বাচন সহিংসতা

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলেই কঠোর ব্যবস্থা

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৪:৫৪

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২২ নভেম্বর) বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দলের সর্ব-পর্যায়ের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

ওবায়দুল কাদের বলেন, দলের মনোনয়নকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করছেন বা বিদ্রোহীদের উস্কানি দিচ্ছেন, তাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন