২০২০-২১ অর্থবছরের সেরা করদাতাদের সম্মাননা স্মারক ও ট্যাক্সকার্ড প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভিনেতা- অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন বরেণ্য অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম ও বাবুল আহমেদ।
এছাড়া শিল্পী (গায়ক-গায়িকা) ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ।
২০০৬ সাল থেকে চালু হওয়া ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদানে এ বছর জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা, ২০১০ এর বিধান অনুযায়ী, এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৭৫ জন ব্যক্তি ও ৫৪টি প্রতিষ্ঠানসহ মোট ১৪১টি ট্যাক্সকার্ড প্রদান করা হয়।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে সেরা করদাতার সম্মাননা স্মারক ও ট্যাক্সকার্ড প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
অভিনয় অভিনেত্রী ছাড়াও সম্মাননা স্মারক ও ট্যাক্সকার্ড পেলেন যারা:
সিনিয়র সিটিজেন ক্যাটাগরি
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, খাজা তাজমহল, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, ট্রান্সকম লিমিটেডের লতিফুর রহমান ও পপুলার ডায়াগনস্টিকের ডা. মোস্তাফিজুর রহমান।
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ক্যাটাগরি
মো. নাসির উদ্দিন মৃধা, মো. জয়নাল আবেদীন, মো. কোহিনুর ইসলাম খান ও এস এম আবদুল ওয়াহাব।
প্রতিবন্ধী ক্যাটাগরি
আকরাম মাহমুদ, ডা. মো. মামুনুর রশীদ ও লুবনা নিগার।
নারী ক্যাটাগরি
আনোয়ারা হোসেন, শাহনাজ রহমান, সেলিনা মাহবুব, ফারহানা মোনেম ও মোরশেদা নাসমিন।
তরুণ ক্যাটাগরি
আহমেদ ইমতিয়াজ খান, এস এম মঞ্জুরুল আলম অভি, মো. লুৎফর রহমান, মো. ফয়সাল হোসেন, আনিকা তারান্নুম আনাম।
ব্যবসায়ী ক্যাটাগরি: হাকিমপুরী জর্দার ব্যবসায়ী মো. কাউছ মিয়া, নজরুল ইসলাম মজুমদার, নাফিস সিকদার, মো. শওকত আলী চৌধুরী ও আলহাজ্ব আনোয়ার খান।
সম্মাননা স্বারক
সেরা করদাতার সম্মাননা স্বারক
বেতনভোগী ক্যাটাগরি
মোহাম্মাদ ইউসুফ, হোসনে আরা হোসেন, রুবাইয়াৎ ফারজানা হোসেন, লায়লা হোসেন ও এম এ হায়দার হোসেন।
ডাক্তার ক্যাটাগরি
ডা. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. একেএম ফজলুল হক, ডা. প্রাণ গোপাল দত্ত, ডা. এন এ এম মোমেনুজ্জামান ও নার্গিস ফাতেমা।
সাংবাদিক ক্যাটাগরি
ফরিদুর রেজা সাগর,আব্দুল মুকিত মজুমদার, মাহ্ফুজ আনাম, মোহাম্মদ আবদুল মালেক, মতিউর রহমান।
আইনজীবী ক্যাটাগরি
শেখ ফজলে নূর তাপস, কাজী মোহাম্মদ তানজিবুল আলম, আহসানুল করিম, নিহাদ কবির ও তৌফিকা আফতাব।
প্রকৌশলী ক্যাটাগরি
মোহাম্মদ আব্দুল্লাহ, প্রকৌশলী মো. মোখলেছুর রহমান ও মো. জহুরুল ইসলাম।
স্থপতি ক্যাটাগরি
মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মো. রফিক আজম ও এনামুল করিম নির্ঝর।
অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরি
মো. ফারুক, মাশুক আহমেদ এফসিএ, মো. মুশতাক আহমেদ।
খেলোয়াড় ক্যাটাগরি
ক্রিকেটার মো. মাহমুদউল্লাহ, তামিম ইকবাল খান ও সৌম্য সরকার।
অন্যান্য ক্যাটাগরি
মাহমুদুল হক, খন্দকার মনির উদ্দিন ও সাইফুল ইসলাম।
টেলিকমিউনিকেশন
গ্রামীণ ফোন।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া
মিডিয়া স্টার, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, ট্রান্সক্রাফট লিমিটেড ও সময় মিডিয়া।
এছাড়া জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৮ এর বিধান অনুযায়ী ২০২০-২১ করবছরে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মনোনীত ৫২৫ জন সেরা করদাতার নাম প্রকাশ করা হয়।
ইত্তেফাক/বিএএফ