শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গোপালগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪:৫৪

গোপালগঞ্জে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় ৫জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

আদালতের এপিপি মো. শহিদুজ্জামান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের খালিদ ফকির, রাজ্জাক মোল্লা, মো. বিপুল ফকির ও কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের মো. হাসান শেখ এবং নড়াইলের লোহাগাড়া উপজেলার চাচই গ্রামের মো. ফসিয়ার মোল্লা। দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ড। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলা সদরের কাঁচাবাজার এলাকা থেকে ইজিবাইক চালক জাহিদুলকে একদল লোক ভাড়া করে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ থাকেন। ওই বছরের ২ অক্টোবর কাশিয়ানীর গোপালপুর গ্রামের ভুলবাড়িয়া ব্রিজের কাছ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় নিহত জাহিদুলের পিতা সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মো. নজরুল ইসলাম বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে চার্জশিটে আরও ৩ জনের নাম অন্তর্ভুক্ত করে মোট ৫ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ইত্তেফাক/এএএম