শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘আমার ভাই মরল কেন?’

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৬:০৩

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের (১৭) মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা প্ল্যাকার্ড লিখে ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমার ভাই মরল কেন’ ইত্যাদি স্লোগান দেন।  

নাঈমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গুলিস্তান, মতিঝিল, শান্তিনগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

শিক্ষার্থীদের বিক্ষোভ

বিক্ষোভরত এক শিক্ষার্থীর প্ল্যাকার্ডে দেখা যায়, ‘আমার ভাই মরল কেন? সব সাথীদের খবর দে শক্ত-কঠিন দূর্গ গড়ে বেপরোয়ার কবর দে।’ আরেক শিক্ষার্থীর প্ল্যাকার্ডে দেখা যায়, ‘এ দেশের বুকে ১৮ আসুক!’

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নটরডেম কলেজের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেন। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান এবং ঘটনায় জড়িতদের বিচার দাবি জানান।

শিক্ষার্থীদের বিক্ষোভ

তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- মানুষসহ সড়কের সব প্রাণির নিরাপত্তা দিতে হবে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে, নাঈমের (গাড়ি চাপায় নিহত) পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

 

ইত্তেফাক /কেএইচ/ইউবি