শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিউটি পার্লারে নারীর ঝুলন্ত মরদেহ

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৮:১৪

নরসিংদীর রায়পুরায় ফারজানা আক্তার (১৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পাশে একটি বিউটি পার্লারের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফারজানা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের পিপিনগর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লোকমান ও ফারজানা দম্পতি আমিরগঞ্জ রেলস্টেশনের নিকট দুইটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। এর মধ্যে একটিতে তারা থাকতেন, আরেকটিতে ফারজানা বিউটি পার্লার দেন। রবিবার রাত দুইটায় লোকমান তার স্ত্রীর সঙ্গে কথা বলে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে ফারজানাকে বিউটি পার্লারের কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তিনি। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল জব্বার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা ফারজানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/এসআই