নিরাপদ সড়ক ও সারাদেশে বাসে হাফ ভাড়া বা হাফ পাসের দাবিতে আবারও রাজধানীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীর। শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল পৌনে ১১টা থেকে রামপুরা ব্রিজের ওপরে পুলিশ বক্সের বিপরীত পাশে বিক্ষোভ শুরু করেন তারা।
এরপর দুপুর ১২টার দিকে বিক্ষোভ শেষ করেন তারা।
এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একইসঙ্গে সারাদেশে শিক্ষার্থীদের হাফ পাসের দাবি জানান তারা।
এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা রামপুরা ব্রিজে কাছে বিক্ষোভ করেন। ঘটনাস্থলে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ রাখা হচ্ছে।’
পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।