টঙ্গীতে যাত্রী পরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে কলেজ গেইট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে টঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়, সফি উদ্দিন সরকার একাডেমী ও স্থানীয় কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা এই অবরোধে অংশগ্রহণ করেন। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ছেন দূরপাল্লার পরিবহন যাত্রীরা।
এ সময় শিক্ষার্থীরা জানান, শুধু মাত্র রাজধানীতে শিক্ষার্থীদের হাফ ভাড়ার সিদ্ধান্ত সরকার মেনে নিয়েছে। তাহলে সারাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া করা হবে না কেন? যতদিন পর্যন্ত সারাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া করা না হবে ততদিন আমরা সড়ক অবরোধের কার্যক্রম চালিয়ে যাবো।
এব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী উপ পুলিশ কমিশনার পীযূষ কুমার দে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছি। দ্রুত সময়ের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।