শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাপ থেকে রেহাই পেতে পুড়লো বাড়ি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৮:০৩

মার্কিন যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি সাপ থেকে রেহাই পেতে গিয়ে দুর্ঘটনাক্রমে পুড়িয়ে ফেলেছে তার ১.৮ মিলিয়ন ডলার মূল্যের বাড়ি। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ নভেম্বর)। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে এনডিটিভি। 

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে বসবাসকারী ১০ হাজার বর্গফুটের এক বাড়ির মালিক একটি সাপের উপদ্রবে বিরক্ত হয়ে ধোয়ার মাধ্যমে সাপটি কে বের করার চেষ্টা করতে গিয়ে পুড়িয়ে ফেলেন তার বাড়ি।  

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এই বাড়ির মালিকসহ আগের ভাড়াটিয়ারাও সাপ নিয়ে নিয়মিত অভিযোগ দিতেন। তাই, লোকটি সাপকে বের করার জন্য যথেষ্ট ধোঁয়া তৈরি করতে তাপের উৎস হিসাবে কয়লা ব্যবহার করেছিলেন। কিন্তু ভুলবশত কয়লাগুলোকে দাহ্য পদার্থের খুব কাছে রাখায় ঘরের ভেতর আগুন ছড়িয়ে পড়ে। 

আগুন বেসমেন্টে শুরু হয়ে দ্রুত সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। সৌভাগ্যক্রমে সেখানে কেউ ছিলো না। 

এবিসি নিউজ জানিয়েছে, বাড়িটি সম্প্রতি ১.৮ মিলিয়ন ডলারে কেনা হয়েছিল। যা বাংলাদেশী টাকায় ১৩.৫৫ কোটি টাকা। বাড়িটি পুড়ে যাওয়ায় ১ মিলিয়নের ডলারেরও বেশী ক্ষতি হয়েছে ওই ব্যাক্তির।

ইত্তেফাক/সিএস/এএইচপি