মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সম্পর্ক করে বিশ্ব রেকর্ড লিসার!

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬:০৮

মানুষ বড়ই অদ্ভুত। অদ্ভুত তাদের শখ, তাদের চাওয়া পাওয়া। মানুষের চেয়েও বেশি অদ্ভুত প্রকৃতি। তাই কখনো প্রকৃতির খেয়ালে অথবা কখনো মানুষের অদ্ভুত শখের কারণে ব্যতিক্রমী সব ঘটনার জন্ম হয়। তেমনই এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন লিসা স্পার্কস নামের যুক্তরাষ্ট্রের এক নারী। যদিও সবাইকে আশ্চর্য করে দিয়ে তিনি জানিয়েছিলেন, বিষয়টির মধ্যে তিনি শেষ পর্যন্ত তেমন কিছু খুঁজে পাননি। বরং বেশ খানিকটা বোর-ই হয়ে পড়েছিলেন।

ভারতীয় গণমাধ্যম জী নিউজ এবং আফ্রিকান গণমাধ্যম দ্যা আফ্রিকান মিডিয়া ডট কমের এক প্রতিবেদনে জানা যায়, একদিনে ৯১৯ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে বিশ্ব রেকর্ড করেন লিসা। ২০০৪ সালের ১৬ অক্টোবর পোল্যান্ডের ওয়ার্শোতে অনুষ্ঠিত ‘ইরোটিক ওয়ার্ল্ড গ্যাংব্যাং চ্যাম্পিয়নশিপে’ এই রেকর্ড করেন তিনি। ঘটনাটি বহু বছর আগের হলেও এতদিন কেউই জানতেন না। কারণ বিষয়টি আগাগোড়া গোপন রাখা হয়েছিল। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতা শেয়ার করেন লিসা।

এই কীর্তি স্থাপনে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সবাইকে আশ্চর্য করে দিয়ে লিসা বলেছেন, বিষয়টির মধ্যে তিনি শেষ পর্যন্ত তেমন কিছুই খুঁজে পাননি। বরং বেশ খানিকটা বোর-ই হয়ে পড়েছিলেন। এ সময় ‘মুড’ ঠিক করার জন্য তাকে বার্গার অর্ডার করতে হয়েছিল। তবে এ ঘটনার পর সপ্তাহ খানেক অসুস্থও ছিলেন তিনি।

পরবর্তী সময়ে এই গ্যাংব্যাং চ্যাম্পিয়নশিপ নিয়ে বিতর্ক তৈরি হয়। পুলিস এটা বন্ধ করে দেয়। এখন আর এটি অনুষ্ঠিত হয় না।

ইত্তেফাক/ ইআ