বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ইতিহাস নির্ভর হওয়ায় আমরা সবাই ছবিটি নিয়ে সিরিয়াস’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০১:১০

দুই বাংলায় সমানতালে কাজ করছেন অভিনেত্রী জয়া আহসান। প্রতিটি ছবিতে নিজেকে ভাঙার পাশাপাশি তার অভিনয় মুন্সিয়ানা দর্শকদের কাছে বরাবরই প্রশংসিত। সেই ধারাবাহিকতায় এবার আরো একটি কলকাতার ছবিতে নাম লেখালেন জয়া।

‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করবেন নির্মাতা সৌকর্য ঘোষাল। বঙ্গভঙ্গের উত্তাল সময়ের পটভূমিতে ছবিটি নির্মিত হবে। খবরটি নিশ্চিত করেছেন জয়া আহসান নিজেই।

নতুন এই ছবির সাইনিং ও প্রি-প্রোডাকশনের কাজে সম্প্রতি কলকাতায় গেছেন জয়া আহসান। তিনি বলেন, ‘আবারো কাজ করছি এখানকার ভীষণ মেধাবী নির্মাতা সৌকর্যর সঙ্গে। নতুন কাজটির জন্যই এবার কলকাতায় আসা। শুটিং শুরু হচ্ছে ১৮ ডিসেম্বর থেকে। এখন চলছে টানা রিহার্সেল, স্ক্রিপ্ট পাঠ আর কস্টিউমের কাজ। ইতিহাস নির্ভর হওয়ায় আমরা সবাই ছবিটি নিয়ে সিরিয়াস।’

তিনি আরও বলেন, ‘আমাদের উপমহাদেশে জন্য বঙ্গভঙ্গ তাত্পর্যপূর্ণ একটি ঘটনা হলেও চলচ্চিত্রে বিষয়টি সেভাবে উঠে আসেনি। অবশেষে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবি নির্মিত হচ্ছে, এটা খুবই আনন্দের। অরবিন্দ ঘোষ বা বাঘা যতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে ছবিতে উঠে আসবেন এমন বহু বিপ্লবী, যাদের নাম অনেকে জানেন না। ইতিহাসে তারা উপেক্ষিত। ১৯০৫ সালে ইংরেজরা যখন বাংলা ভাগ করার পরিকল্পনা করছে তখন বিপ্লবী সংগঠন যুগান্তর এর বিরোধিতা করে| বাংলায় সশস্ত্র বিপ্লব শুরু হয় মূলত অরবিন্দ ঘোষের নেতৃত্বে। সেই বিক্ষুব্ধ সময়টাকে ধরার চেষ্টা থাকছে এই ছবিটিতে।’

নতুন এই ছবিটির চিত্রনাট্য করেছেন সৌকর্যর স্ত্রী পূজা চট্টোপাধ্যায় ও প্রিয়ক মিত্র। নির্মাতা সৌকর্য ঘোষাল বলেন, ‘আমি ইতিহাসের ছাত্র, তাই চাইনি আমার ছবিতে ইতিহাসে কোনো ভুল থাকুক। সে কারণেই আবারো পরীক্ষিত অভিনেত্রী জয়া আহসানকে বেছে নিয়েছি।’

জয়া ছাড়া ছবিটিতে আরো অভিনয় করবেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যােপাধ্যায় প্রমুখ। এছাড়া ইতিহাসের বাঘাযতীন ও অরবিন্দের চরিত্রে থাকবে নতুন মুখ। শিগগিরই কলকাতা ও ঝাড়খণ্ডে ছবিটির শুটিং শুরু হবে বলে জয়া জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে জয়া নির্মাতা সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’ ও ‘ওসিডি’তে অভিনয় করেছেন।

ইত্তেফাক/টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন