শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পেট্রোলের দাম যেসব দেশে সবচেয়ে কম ও বেশি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৩:৫০

পেট্রোলকে বলা হয় তরল সোনা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়া ও মার্কিন ডলারের নিরিখে বাংলাদেশী টাকার দাম পড়ে যাওয়ার ওপর ভিত্তি করে আমাদের দেশে পেট্রোলের দাম ওঠা-নামা করে। গ্লোবাল পেট্রোল প্রাইসেস ডট কম এর এক প্রতিবেদন অনুযায়ী, সাধারণভাবে ধনী দেশগুলোতে পেট্রলের দাম বেশি। অন্যদিকে, দরিদ্র ও তেল উত্পাদনকারী দেশগুলোতে পেট্রলের দাম তুলনামূলক কম।

বিশ্বের সবচেয়ে দামি পেট্রোল পাওয়া যায় হংকংয়ে। এখানে ১ লিটার পেট্রলের দাম ২.৪৮৫ ডলার। তালিকায় এরপরে রয়েছে নেদারল্যান্ডস, যেখানে পেট্রোলের দাম ২.১৭৮ ডলার। তৃতীয় দেশ হচ্ছে নরওয়ে, যেখানে পেট্রোল ১ লিটার পেট্রোলের দাম ২.০৫৬ ডলার। চতুর্থ স্থানে রয়েছে আফ্রিকা। পাঁচ নম্বরে রয়েছে মোনাকো যেখানে ১ লিটার পেট্রলের দাম ২.০০৩ ডলার।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও পেট্রোলের দাম বেশি। তবে এশিয়ার কিছু দেশে পেট্রোলের দাম বাংলাদেশের চেয়ে কম। পৃথিবীতে এমন দেশও রয়েছে যেখানে পেট্রোলের দাম অবিশ্বাস্য রকমের কম। এবার আসা যাক সেসব দেশের কথায় যেখানে পেট্রোলের দাম ১ লিটার মিনারেল ওয়াটারের থেকেও কম। এই তালিকায় প্রথমেই রয়েছে ভেনেজুয়েলা, এখানে এক লিটার পেট্রোলের দাম ০.০২ ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। এখানে ১ লিটার পেট্রোল পাবেন মাত্র ০.০৬৭ ডলারে। তৃতীয় হলো অ্যাঙ্গোলা, চতুর্থ স্থানে আলজেরিয়া এবং সর্বশেষে রয়েছে কুয়েত।

 

ইত্তেফাক/এফএস