হঠাৎই ভিডিওকলে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় জিনপিং বলেছেন, চীন ও রাশিয়ার উচিত একে অপরের নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য আরও যৌথ প্রচেষ্টা চালানো।
বুধবার (১৫ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, জিনপিং আরও বলেন, কিছু নির্দিষ্ট আন্তর্জাতিক শক্তি চীন ও রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে। তারা গণতন্ত্রের ছদ্মবেশে এটা করার চেষ্টা করছে।
বৈঠকের শুরুতে রুশ-চীন সম্পর্কের প্রশংসা করেন দুই বিশ্বনেতা। পুতিন এই সম্পর্ককে ২১ শতকে আন্তঃদেশ সহযোগিতার সঠিক উদাহরণ হিসেবে অভিহিত করেন।
এসময় ২০২২ সালের বেইজিং অলিম্পিকে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন পুতিন। আগামী ফেব্রুয়ারিতে জিনপিংয়ের সঙ্গে সশরীরে সাক্ষাতের পরিকল্পনাও তুলে ধরেন পুতিন।