শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুক্তি পেল ফারুকীর ‘আমার বাংলাদেশ’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০১:৫৪

গতকাল মুক্তি পেয়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বিশেষ চলচ্চিত্র ‘আমার বাংলাদেশ’। বাংলাদেশের রূপচিত্র ও পর্যটনকে বিশ্বের সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরার লক্ষ্যে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। এর গল্পের পরতে পরতে রয়েছে লোকসংগীতের আধ্যাত্মিকতা, যা দর্শকদের করবে মন্ত্রমুগ্ধ।—এমনটাই মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

‘আমার বাংলাদেশ’-এ জুঁই চরিত্রে নিদ্রা দে নেহা এবং লরা চরিত্রে অভিনয় করেছেন ইংল্যান্ডের অ্যালেক্স ডবসন। নেহা বলেন, ‘এটি শুধু একটা গতানুগতিক ট্র্যাভেল ভিডিও নয়, আমাদের দেশটা কেমন সুন্দর, মানুষ কত আন্তরিক তা নতুন করে জানা যাবে ভিডিওটি দেখে।’ 

অ্যালেক্স বলেন, ‘বাংলাদেশে আমার প্রথম আসা। আমি একজন থিয়েটারকর্মী। কাজটা দারুণ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। আসলে একবারও মনে হয়নি, অভিনয় করছি। কারণ এ দেশের মানুষ ও প্রকৃতির সঙ্গে আমিও মিশে গেছি।’ ‘আমার বাংলাদেশ’-এর গল্পে দেখা যাবে, উত্সবের দিনগুলো একাই পালন করে লরা। এই পৃথিবীতে আপন কেউ নেই তার। বিদেশের এক ডরমেটরিতে গিয়ে এই সত্যটা জানতে পারে বাংলাদেশি তরুণী জুঁই। বৈশাখ দেখাতে বাংলাদেশে নিয়ে আসে জুঁই।

ইত্তেফাক/ ইআ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন