বাংলাদেশের বিজয়ের ৫০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সফরের তৃতীয় দিন আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) তিনি রমনা কালী মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন করেছেন।
১৯৭১ সালে অপারেশন সার্চলাইট নামে পাকিস্তানি হানাদার বাহিনী মন্দিরটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। বিভিন্ন প্রতিবেদন অনুসারে, মন্দিরে আগুন লাগানো হয়েছিল এবং ভক্ত ও বসবাসকারীরাসহ বহু লোক নিহত হয়েছিল।
এর আগে বুধবার ঢাকায় আসেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা হামিদ তাকে স্বাগত জানান। পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৈঠকে বসেন তারা। ভারতকে বাংলাদেশের খুব কাছের ও বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন রাষ্ট্রপতি হামিদ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি এবং দেশটির সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ জানান।
একইদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
President Ram Nath Kovind inaugurates the renovated Ramna Kali Mandir in Dhaka. pic.twitter.com/WT1NHDEoLW
— President of India (@rashtrapatibhvn) December 17, 2021