শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শত শত ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান পোল্যান্ডে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২:২৩

পোল্যান্ডে শত শত ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান পাওয়া গেছে। ভূতত্ত্ববিদদের দাবি, ভালোভাবে সংরক্ষিত থাকা এসব পায়ের ছাপ থেকে ২০ কোটি বছর আগের বাস্তুসংস্থান আরও ভালোভাবে বোঝা সম্ভব হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজধানী ওয়ারসো থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে একটি খনিতে এসব ছাপ ও হাড় খুঁজে পেয়েছেন ভূতত্ত্ববিদরা।

এ প্রসঙ্গে ভূতত্ত্ববিদ গ্রজেগর্জ নিজউইজকি বলেন, ‘ডাইনোসররা যে চিহ্ন রেখে গেছে তাতে তাদের আচরণ ও স্বভাব জানা সম্ভব হবে। আমরা প্রাণিগুলোর দৌড়ানো, সাঁতার কাটা ও বসে থাকার চিহ্ন উদ্ধার করতে পেয়েছি।’

জানা যায়, সবচেয়ে বড় যে পায়ের ছাপটি পাওয়া গেছে সেটি কারনিভোরাস ডাইনোসরের। এই ছাপটি ৪০ সেন্টিমিটার (১৫.৭ ইঞ্চি) দীর্ঘ। এছাড়া অনেকগুলো ছাপ থেকে ডাইনোসরের ত্বক ভালোভাবে বোঝা যাচ্ছে।

ভূতত্ত্ববিদ গ্রজেগর্জ নিজউইজকি এক বিবৃতিতে জানান, ডাইনোসরের কয়েক শ’ চিহ্ন পাওয়া গেছে। প্রাপ্ত আলামত থেকে বোঝা যাচ্ছে অন্তত সাত প্রজাতির ডাইনোসর এখানে। আরও প্রজাতির ছাপ পাওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।

ইত্তেফাক/টিআর