বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রোহিত-রাহুলকে পেছনে ফেলে বাবর-রিজওয়ানের নতুন রেকর্ড

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২:৩২

টি-টোয়েন্টিতে ২০২১ সালে আরও একটি রেকর্ড নিজেদের করে নিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ফরম্যাটটিতে সর্বোচ্চ ৬ বার শতরানের জুটি গড়লেন এই দুই তারকা। গতকাল (১৬ ডিসেম্বর) করাচিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তারা এ মাইলফলকে পৌঁছান।

তাদের দুজনের কারণেই গত দুই বছর ধরে ফরম্যাটটিতে ব্যাপক উন্নতি করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। গতকাল দুজনের ওপেনিং জুটি থেকে এসেছে ১৫৮ রান। এর মধ্যে ৫৩ বলে ৭৯ রান করেন বাবর আজম ও ৪৫ বলে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। এই জুটির মধ্য দিয়ে তারা পেছনে ফেলেছেন ভারতের রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে। টি-টোয়েন্টিতে ভারতীয় দুই ওপেনারের শতরানের জুটি রয়েছে ৫ বার।

বাবর-রিজওয়ানের শতরানের জুটিগুলোর মধ্যে চারটিই ১৫০ ছাড়িয়েছে। এর সবগুলোই ২০২১ সালে। আর চলতি বছরের শুরুর দিকে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ১৯৭ রানের জুটি গড়েন তারা।

ইত্তেফাক/টিএ