মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

সেন্টমার্টিনে ১ লাখ ৩৫ হাজার ইয়াবাসহ আটক ৮

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৩:৪১

প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় ট্রলারে অভিযান চালিয়ে ১ লাখ ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৮ মাঝি মাল্লাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ডিসেম্বর সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় বিসিজি সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. সাকিব মেহেবুব এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালনা হয়। অভিযান চলাকালীন রাত ৮ টার সময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যগণ ট্রলারটিকে থামার জন্য সংকেত দেয়। ট্রলারটি কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ট্রলারটিতে তল্লাসি চালিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় ট্রলারে থাকা ৮ মাঝি মাল্লাকে আটক ও ট্রলারটি জব্দ করা হয়।  

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাঝিমাল্লাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/ইআ