বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চবিতে আইইআরডিসির বইপাঠ ও প্রীতি বিতর্কের পুরস্কার বিতরণ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০০:২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আইইআর ডিবেটিং ক্লাবের (আইইআরডিসি) উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক বইপাঠ ও বিতর্ক সভার পুরস্কার বিতরণ করা হয়েছে। 

১৯ ডিসেম্বর (রবিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের কড়ইতলায় এ অনুষ্ঠান আয়োজিত হয়।

এসময় অতিথি হিসেবে ক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, বর্তমান সভাপতি আরিফ শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক নাফিসা সাদাফ সহ কার্যকরী সংসদের সদস্য ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী  ইয়াসিন আরাফাত।

প্রীতি বিতর্ক ও শুভেচ্ছা বক্তব্যে বক্তারা সাম্প্রতিক উচ্চশিক্ষা, গবেষণা ইত্যাদির মূল্যায়ন করেন। বিতর্কের প্রস্তাবনায় উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের গবেষণাপত্র প্রকাশের বাধ্যবাধকতার বিল সংসদে উপস্থাপিত হয়। প্রীতি বিতর্কের পর বর্তমান ও সাবেক সভাপতি বইপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার এবং সনদপত্র তুলে দেন।

ইত্তেফাক/এসটিএম