সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মার্কিন বিনিয়োগ নিষেধাজ্ঞায় চীনের ড্রোন নির্মাতা ডিজেআই

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৩:২২

চীনা ড্রোন নির্মাতা ডিজেআই এবং আরও সাতটি চীনা প্রতিষ্ঠানের ওপর আরো বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই সাতটি প্রতিষ্ঠানের নাম যোগ হয়েছে মার্কিন ট্রেজারি বিভাগের বিনিয়োগ নিষিদ্ধের তালিকায়। এর ফলে মার্কিন নাগরিকরা ডিজেআইয়ের শেয়ার কেনাবেচা করতে পারবেন না। চীনের উইঘুর মুসলমানদের ওপর নজরদারির জন্য ডিজেআইয়ের ড্রোন প্রযুক্তি ব্যবহারের অভিযোগ রয়েছে। 

এই নিষেধাজ্ঞাকে ‘মূলত প্রতীকি’ বলে প্রতিবেদনে বর্ণনা করেছে বিবিসি। ডিজেআই এখনও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান। এই নিষেধাজ্ঞার কারণে মার্কিন নাগরিকদের ডিজেআই ড্রোন কেনা এবং ব্যবহার করায় কোনো প্রভাব পড়বে না। ২০২০ সালেই বাণিজ্য মন্ত্রণালয় কোনো মার্কিন প্রতিষ্ঠানের ডিজেআইতে কাঁচামাল বা পণ্য পাঠানোর ওপর নিষেধাজ্ঞা দেয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনা প্রতিষ্ঠানটিকে “জাতীয় নিরাপত্তার হুমকি” হিসেবে চিহ্নিত করেছে। 

সংবাদ সংস্হা রয়টার্সের মতে, নিউ ইয়র্ক সিটির পুলিশসহ নয়শ’র বেশি মার্কিন জননিরাপত্তা সংস্হা ডিজেআই পণ্য ব্যবহার করে। 

ইত্তেফাক/কেকে