শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ওমিক্রনে প্রথম মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১০:২৬

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। যা দেশটিতে এই ধরনে আক্রান্ত কোনো ব্যক্তির প্রথম মৃত্যুর ঘটনা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বাস করতেন মারা যাওয়া অই ব্যক্তি। তিনি করোনাভাইরাসের প্রতিরোধে কার্যকর কোনো ভ্যাকসিন গ্রহণ করেননি। তার শারীরিক অবস্থা ভালো ছিল না।

টেক্সাসের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে অমিক্রন ধরনে এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাঁদের করোনা শনাক্ত হয়েছে, সেসব নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে পাওয়া তথ্যে দেখা যায়, এসব রোগীর মধ্যে ৭৩ শতাংশ অমিক্রন ধরনে আক্রান্ত।

যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলে অমিক্রনের প্রকোপ আরও বেশি। দেশটির উত্তর-পশ্চিম, দক্ষিণ ও মধ্য-পশ্চিম অঞ্চলে নতুন করে যেসব মানুষের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৯০ শতাংশের বেশি অমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন।

ইত্তেফাক/টিআর