শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

অর্জুন-মালাইকার বিয়ে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ২০:০৯

বলিউডের আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। কিছুদিন প্রেম আর সম্পর্ক লুকিয়ে রাখার পর এখন দু'জনেই খোলামেলা। একসাথে ডিনারে যান, পার্টি করেন, ঘুরতেও যান। কয়েকদিন আগে মনদ্বীপ থেকে অর্জুন আর মালাইকার একগুচ্ছ ছবি আর ভিডিও দেখেছে সোশ্যাল মিডিয়া।

সম্প্রতি এই তারকা জুটিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের প্রসিদ্ধ জ্যোতিষী ও ফেস রিডার পণ্ডিত জগন্নাথ গুরুজি।

অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত

তার দাবি, ‘মালাইকা আর অর্জুনের মধ্যে বন্ধন খুবই দৃঢ়। তারা পরস্পরের ওপর ভরসা রাখেন ও বিশ্বাস করেন। অনেক চড়াই উতরাইয়ের পরেও তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অর্জুন সবকিছু একটু আবেগ দিয়ে ভাবেন। আর মালাইকা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। দু’জনের এই বিপরীত স্বভাবই তাদের আরো কাছাকাছি এনেছে। খুব শিগগির তারা নিজেদের সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত নেবেন।’

কবে নাগাদ অর্জুন-মালাইকার বিয়ে হতে পারে জানতে চাওয়া হলে জগন্নাথ গুরুজি জানান, ২০২২ সালেই এই জুটির বিয়ের সম্ভাবনা রয়েছে।

ইত্তেফাক/বিএএফ