এক সময় টিভি নাটকে নিয়মিত অভিনয় করতেন শাহরিয়ার নাজিম জয়। সিনেমাতেও দেখা গেছে তাকে। মাঝে ফিরে আসেন উপস্থাপক হয়ে। গত প্রায় পাঁচ বছরে উপস্থাপক হিসেবে জয় অর্জন করেন তুমুল জনপ্রিয়তা। উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় শো। নতুন খবর হলো আবারও অভিনয়ে ফিরেছেন জয়।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি জানান, ১০ বছর পর অভিনয় করেছেন। অরণ্য আনোয়ারের পরিচালনায় ‘বিয়ন্ড দ্য বর্ডার’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং করেছেন তিনি। এতে একজন সাইকো রোগীর চরিত্রে দেখা যাবে তাকে।
জয় জানান, ‘এই গল্পটি চমৎকার। গত কয়েক বছরে অভিনয়ের অনেক প্রস্তাব পেলেও গল্প এবং চরিত্র পছন্দ হচ্ছিল না। এবার দুটোই ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করেছি। আশাকরি দর্শকের ভালো লাগবে।’
জয় আরও জানান, ৫০ উর্দ্ধ একজন ধনীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এই চরিত্রের জন্য তিনি নতুন লুক নিয়েছেন। এতে তার সঙ্গে অভিনয় করেছেন তিন কিশোর ও এক কিশোরী।
আসছে ঈদে এই ওয়েব ফিল্মটি একটি বেসরকারি টিভির অ্যাপে মুক্তি দেয়া হবে।
ইত্তেফাক/বিএএফ