সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ট্রেলারে প্রশংসিত মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৬:২২

অভিনেতা মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’ মুক্তি পেতে যাচ্ছে ৩১ ডিসেম্বর। সিনেমাটি মুক্তির ১০ দিন আগে প্রকাশ পেয়েছে এর ট্রেলার।

যেখানে দেখা মিলল অপরূপ বাংলা আর শহরের। অনুদানের এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রেও দেখা যাবে এর পরিচালক-অভিনেতা মীর সাব্বিরকে।

রাত জাগা ফুল ছবির একটি পোস্টার

এই তারকা গণমাধ্যমকে বলেন, ‘দুই বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি আমরা। ক্যামেরার সামনে বা পেছনে কাজ করা প্রতিটি মানুষ নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছেন ‘রাত জাগা ফুল’ সিনেমার জন্য। তাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। ছবিটি যদি দর্শকের ভালো লাগে, তাহলেই আমাদের এই কষ্ট, পরিশ্রম সার্থক হবে।’

সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটির সহকারী প্রযোজক হিসেবে আছে মীর সাব্বিরেরই প্রযোজনা প্রতিষ্ঠান ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড। এতে মীর সাব্বির ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, জান্নাতুল ফেরদৌস ঐশী, অপু, আবু হোরায়রা তানভীর প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ