ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী তমা মির্জা। ওয়েব প্ল্যাটফর্মে একের পর এক কাজ করছেন। সম্প্রতি তিনি সম্পন্ন করেছেন কৌশিক শঙ্কর দাসের পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া এক ওয়েব সিরিজের কাজ। তারপরই ব্যস্ত হয়ে পড়েছেন বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে।
ওয়েব সিরিজ প্রসঙ্গে তমার ভাষ্য, আমরা যে ধরনের ওয়েব সিরিজ দেখে অভ্যস্থ তার চেয়ে ভিন্ন ঘরানার এ সিরিজ। তথাকথিত থ্রিলার নয়, কিন্তু সাসপেন্স আছে। ইমোশনের জায়গাও আছে। এ সিরিজে আমার চরিত্রের নাম ‘রিনি’।
এ ওয়েব সিরিজে তমারসহশিল্পী জাকিয়া বারী মম ও সোহেল মন্ডল। তিনি সোহেল মন্ডলের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। তমা বলেন, ‘ভালো সহশিল্পীদের সাথে কাজ করে তৃপ্তি পাওয়া যায়। এ কাজটি করে আমি সন্তুষ্ট। পুরো ইউনিটই দারুণভাবে কাজ করেছে।’
তমা এর আগে রায়হান রাফি পরিচালিত ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’য় অভিনয় করেন। দুটো ফিকশনেই দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তমা। এ বিষয়ে তার ভাষ্য, এক ধাঁচের গল্প দিয়ে দর্শককে আটকে রাখা চ্যালেঞ্জিং। দর্শক গল্প দেখতে চায়। এ ক্ষেত্রে পরিচালক অনেক সহযোগিতা করেছেন। কাজগুলো সফল করার জন্য চেষ্টার কমতি ছিল না।
তিনি আরও যোগ করেন, ‘জীবনের অন্ধকার একটি অধ্যায়ের পর এভাবে যে ফিরে আসতে পারব ভাবিনি। সংশয়ে ছিলাম। দর্শক ব্যক্তি ও অভিনেত্রী তমাকে এক করে ফেলবে না তো? সে সংশয় দূর হয়েছে। আমি ইতিবাচক মতামত পাচ্ছি। প্রচার হওয়া কাজগুলোর জন্য সবাই শুভকামনা জানাচ্ছেন। অভিনয়ের জন্য দর্শকের প্রশংসা পেয়ে ভালো লাগছে।’
তমার আরও কয়েকটি কাজ মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো হলো ওয়েব ফিল্ম ‘আনন্দি’ ও শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’। তমা জানান, দুটি ফিকশনের চরিত্র আলাদা। ‘আনন্দি’র কাজ করতে গিয়ে তার নতুন অভিজ্ঞতা হয়েছে। প্রথমবার পতিতালয়ে অভিনয় করেছেন। স্হানীয় মানুষজন তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ওয়েবে ব্যস্ত তমা কি সিনেমায় ফিরছেন না? এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘অনেকগুলো কাজের ব্যাপারে কথা হচ্ছে। যখন শুটিং শুরু করব তখন জানাব। আশা করছি আগামী বছর দর্শকের আরও কাছে যেতে পারব।’