শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ 

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১০:৫৩

ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি নৌ পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি জানায়, বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তাই চারটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। পূব আকাশের রোদের অপেক্ষা। 

এদিকে ঘন কুয়াশায় শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে ৮৭ লঞ্চ  ও ১০১ স্পিড বোট চলাচল করে এই দুই নৌ পথে। আর রাতে ফেরি চলাচল করে শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে। কুয়াশাার কারণে রাতের এই পথ বন্ধের পাশাপাশি দিনের বেলার পথ শিমুলিয়া থেকে বাংলাবাজার রুটেও চালু করা যায়নি।  এতে শিমুলিয়ায় ২৫০ যান পারাপারের অপেক্ষায় রয়েছে। 

তবে কুয়াশা কেটে গেলে আবার নৌযানগুলো চালু করা হবে জানিয়েছেন বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।