রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বশেমুরবিপ্রবির ৮ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ২১:৫৫

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৮ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফলের ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ৮জন শিক্ষার্থীর তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা হলেন-ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মো. হাফিজুর রহমান, বিজ্ঞান অনুষদ থেকে পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ হাবিবুল্লাহ আল আমিন, জীববিজ্ঞান অনুষদ থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সজল রায়, মানবিক অনুষদ থেকে বাংলা বিভাগের তনিমা সুলতানা, আইন অনুষদ থেকে আইন বিভাগের সুলতানা আনজুমান প্রিয়াঙ্কা, ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের এস. এম. ইসমাইল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে সমাজবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম ও কৃষি অনুষদ থেকে কৃষি বিভাগের শিক্ষার্থী জেসমিন আক্তার।

ইত্তেফাক/এএএম