শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এ দেশ সবার, সব ধর্মের মানুষের: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৬:৩০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ দেশ সবার, সব ধর্মের মানুষের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই জায়গায় চলে এসেছি। যত দিন এ দেশে সূর্য উঠবে, তত দিন সম্প্রীতি থাকবে।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা সবাই একসঙ্গে দেশের জন্য রক্ত ঝরিয়েছি। এখানে কোনো হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ও মুসলিম পার্থক্য নেই। আমরা সবাই একসঙ্গে চলবো, একসঙ্গে থাকবো।  

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার ‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ’ স্লোগানে এবারের দ্বিবার্ষিক সম্মেলন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খাদ্যমন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার, ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দরাইস্বামী, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য ও সংসদ সদস্য শ্রী অসীম কুমার উকিল। 

 

ইত্তেফাক/এনএ