শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গ্রিসে অভিবাসীবাহী নৌকাডুবে ১৩ জনের মৃত্যু

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১০:৩৪

অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকাডুবে গ্রিসের দক্ষিণাঞ্চলের একটি ছোট দ্বীপের কাছে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

প্রতইবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) প্রত্যন্ত দ্বীপ অ্যান্টিকিথেরার উত্তরে এজিয়ান সাগরে নৌকাটি ডুবে যায়। একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে বলা জানা গেছে।

স্থানীয় কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অব্যাহত আছে অভিযান। নৌকাটি ডুবে যাওয়ার আগে কতজন অভিবাসী ছিল তা এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।

এবিসি নিউজ জানায়, নৌকাটিতে অন্তত ৮০ জন যাত্রী ছিলেন।

বৃহস্পতিবারের নৌকাডুবি ছিল এজিয়ান সাগরে এই সপ্তাহের দ্বিতীয় ঘটনা। এর আগে মঙ্গলবার রাতে দেশটির ফোলেগ্যান্ড্রোস দ্বীপে ৫০ জনকে বহনকারী আরেকটি নৌকাডুবে গিয়েছিল। ওই ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়। নিখোঁজ হয় কয়েক ডজন।

ইত্তেফাক/টিআর