শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বক্সিং ডে টেস্ট: প্রথম দিনেই ১৮৫ রানে অলআউট ইংল্যান্ড

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১২:৪৭

মর্যাদার অ্যাশেজ সিরিজের তৃতীয় বক্সিং ডে টেস্টেও ভালো সূচনা পায়নি সফরকারী ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে পড়ে টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনেই ১৮৫ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম দুই টেস্টে হার। মর্যাদার অ্যাশেজ সিরিজে নিজেদের টিকিয়ে রাখতে বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই ইংল্যান্ডের। এদিকে একচ্ছত্র আধিপত্যে সহজেই ২-০ লিড নিয়েছে অস্ট্রেলিয়া। এমন চাপের মুখে আজ রবিবার (২৬ ডিসেম্বর) ভোরে শুরু হয়েছে সিরিজের তৃতীয় টেস্ট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ফের অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। ১৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকতে থাকে দলটি। হাসিব হামিদ ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন ডাক মেরে। প্যাট কামিন্সের দারুণ এক ডেলিভারিতে ব্লক করতে চেয়ে উইকেটের পেছনে ক্যাচ হন হামিদ।

উইকেট হারিয়ে খোলসে ঢুকে পড়ে ইংল্যান্ড। ৭ ওভারে তোলে মাত্র ১৩ রান। তবে কাজের কাজ হয়নি। অষ্টম ওভারে কামিন্সের ফের আঘাত। এবার জ্যাক ক্রলিকে (১২) গালিতে ক্যাচ বানান অসি গতিতারকা।

বিপর্যয়ে দাঁড়িয়ে ডেভিড মালানকে (১৪) নিয়ে ৪৮ রানের একটি জুটি গড়েছিলেন অধিনায়ক জো রুট। মালান কামিন্সের তৃতীয় শিকার হলে ভাঙে এই জুটি। সেটিই ছিল ইনিংসের সবচেয়ে বড় জুটি।

দলীয় ৮২ রানের মাথায় ফিরে যান রুটও। কাটায় কাটায় ৫০ করে ইংলিশ অধিনায়ক মিচেল স্টার্কের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিলে একশর আগে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। বেন স্টোকসও ২৫ রানের বেশি এগোতে পারেননি।

এর আগে বক্সিং ডে টেস্টে একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচের আগের দিন ১২ জনের দল ঘোষণা করলেও এবার একাদশই দিয়ে দিয়েছে ইংলিশ টিম ম্যানেজম্যান্ট। ররি বার্নস, ওলি পোপ, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকসের জায়গায় ঢুকেছেন জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, মার্ক উড ও জ্যাক লিচ। দুই পরিবর্তন আসছে অজি একাদশে। আইসোলেশন শেষ করে দলে ঢুকবেন অধিনায়ক কামিন্স। অভিষেক হচ্ছে পেসার স্কট বোল্যান্ডের। 

ইত্তেফাক/ ইআ