ইয়েমেনে ফের হামলা চালালো সৌদি জোট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় বিদ্রোহী গ্রুপ হুথির ক্যাম্পে হামলা চালানো হয়েছে।
সৌদি আরবের সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আল জাজিরা বলছে, হামলায় হুথি বিদ্রোহীদের অস্ত্রভাণ্ডার গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
রবিবার এক বিবৃতিতে বলা হয়েছে, আল-তাশরিফাত ক্যাম্প থেকে সানায় অস্ত্র সরবরাহের জবাবে এই হামলা চালিয়েছে সৌদি জোট।
তবে এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।
গত কয়েক বছর ধরে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি জোট। এতে দেশটির ১০ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। এছাড়া দেশছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘ একে বিশ্বের সবচেয়ে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন। তথ্যসূত্র: আল জাজিরা।