শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাফীর ‘জানোয়ার-২’তে তমা মির্জা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩

চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল রায়হান রাফীর পরিচালনায় ‘জানোয়ার’। ডাকাতি, ধর্ষণ ও পরে একবাড়িতে একাধিক খুনের ঘটনা নিয়ে গা শিউরে ওঠার মতো সত্য ঘটনা নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্মটি মুক্তির পর সাড়া ফেলে।

পরিচালক রাফী জানালেন, তিনি ‘জানোয়ার ২’ নির্মাণ করতে যাচ্ছেন। এটিও নির্মিত হবে শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো সত্য একটি ঘটনা নিয়ে। তার কথা, এটি সিক্যুয়ালে নয়। যেহেতু গল্পটি অত্যন্ত নেক্কারজনক, তাই এর নাম ‘জানোয়ার ২’।

টার্ণ কমিউনিকেশনের ব্যানারে ‘জানোয়ার’ প্রযোজনা করেছিল সিনেম্যাটিক। এবারও সিনেম্যাটিক অ্যাপে মুক্তি দেয়া হবে ‘জানোয়ার ২’। এর জন্য ইতোমধ্যে তমা মির্জাকে চূড়ান্ত করেন পরিচালক রাফী।

রায়হান রাফী ও তমা মির্জা। ছবি: সংগৃহীত

তিনি বলেন, এবারের গল্পটা বলবো আরও বড় পরিসরে। আরও অনেক শিল্পীরা থাকবেন। ‘জানোয়ার’-এ যারা ছিলেন তাদের কেউ কেউ থাকতে পারেন। এটি চূড়ান্ত নয়।

‘জানোয়ার ২’তে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তমা মির্জা। তিনি বলেন, ২০২২ সালে আবার‘জানোয়ার-২’ নিয়ে আসছি। আমার প্রিয় পরিচালক এবং সেরা বন্ধু রাফির প্রতি কৃতজ্ঞতা।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন