সোমালিয়ার প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি মোহামেদ সোমবার দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মেদ হুসেইন রোবেলকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন। দেশটিতে নির্বাচন নিয়ে বিশৃঙ্খলার মধ্যেই এমন পদক্ষেপ নেওয়া হলো।
এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার সিধান্ত নিয়েছে প্রেসিডেন্ট... এবং তার দূর্নীতির সঙ্গে সম্পৃক্ততার থাকার কথা জানার পরই ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।
অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী রোবেল জমি দখলের একটি মামলার তদন্তে হস্তক্ষেপ করেছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নৌবাহিনীর কমান্ডারও দুর্নীতির জন্য তদন্তের আওতায় আছেন এবং তাকে বরখাস্ত করা হয়েছে।
এমন পদক্ষেপের পর দেশটির প্রধানমন্ত্রী রোবেল ওই বিবৃতিকে 'সাংঘাতিক' হিসেবে উল্লেখ করেছেন এবং টুইট বার্তায় বলেছেন প্রধানমন্ত্রী কার্যালয় দখলের যে সেনাবাহিনীর প্রচেষ্টা তা আইনবিরোধী। তথ্যসূত্র: আল জাজিরা, এনডিটিভি।