বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সহশিল্পী নয়, গল্পটাই আমার আগ্রহের মূল বিষয়: জয় আহসান

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০০:৩৫

‘ঐতিহাসিক প্রেক্ষাপটের যে কোনো কাজ খুবই যত্নশীল হয়। তাই সেভাবেই কাজটি করতে চাই। সহশিল্পী নয় বরং গল্পটাই আমার আগ্রহের মূল বিষয়।’ নিজের কাজ প্রসঙ্গে এভাবেই বললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

নকশাল আন্দোলন নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ভারতীয় পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। তত্কালীন বিতর্কিত পুলিশ অফিসার রানু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি, কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হতে চলেছে এই সিরিজ।

জয়া আহসান

আগে সায়ন্তন বলেছিলেন, ‘সিরিজে চারু মজুমদার হবেন নওয়াজউদ্দিন সিদ্দীকী। জয়া তার স্ত্রী লীলা মজুমদার।’ কিন্তু সেটা আর হলো না। নওয়াজ নয়, এবার সিরিজে চারু হিসেবে অভিনয় করতে চলেছেন মনোজ বাজপেয়ি।

পরিচালক সায়ন্তন ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘সাদা আমি কালো আমি’ নামের এ সিরিজে যুক্ত হচ্ছেন মনোজ বাজপেয়ি। আগের মতোই এতে থাকছেন জয়া আহসান। সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের আরেক তারকা চঞ্চল চৌধুরী।

জয়া আহসান

হঠাত্ এই বদল কেন—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেঁকে বসেছেন নওয়াজ। তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন অনেকটাই। অন্যদিকে, মনোজ পুরোটা জানার পরেই সিরিজটি নিয়ে যথেষ্ট আগ্রহী। তাই তিনিই ‘চারু মজুমদার’ হয়ে পর্দায় আসতে চলেছেন।’

পরিবর্তন এসেছে আরও। আগে শাশ্বত চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছিল চারু মজুমদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে। সায়ন্তনের কথায়, প্রযোজক এবং তার সম্মিলিত ইচ্ছেয় এবার চারুর ‘ছায়াসঙ্গী’ হতে চলেছেন চঞ্চল চৌধুরী।

জয়া আহসান

রুণু গুহ নিয়োগীর চরিত্রে দেখা যাবে রণিত রায়কে। এছাড়াও প্রাথমিক কথা হয়েছে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে। তিনি থাকবেন তত্কালীন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকায়। এছাড়া জ্যোতি বসুর চরিত্রের জন্য প্রাথমিকভাবে ভাবা হয়েছে পরেশ রাওয়াল ও বোমান ইরানির কথা।

জয়া আহসান বলেন, ‘পুরো কাজটি নিয়ে আমি নিজেও খুব কৌতুহলী। নিজেকে সেভাবেই তৈরি করার চেষ্টা করছি।’

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন