শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইংল্যান্ড দলে করোনার হানা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১০:২১

অস্ট্রেলিয়া সফররত ইংল্যান্ড ক্রিকেট দলে  করোনাভাইরাস হানা দিয়েছে। মেলবোর্নে অ্যাশেজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামার আগে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ইংল্যান্ডের দুই সাপোর্ট স্টাফ এবং তাদের পরিবারের দুই সদস্যসহ মোট চারজনের করোনা শনাক্ত হয়েছে।

তবে ম্যাচে অংশ নেয়া  ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় মাঠে নামতে কোন বাঁধা দেয়া হয়নি।

তারপরও বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে ত্রিশ মিনিট দেরী হয়েছে। এমনকি ম্যাচটি স্থগিত হওয়ার  গুঞ্জনও উঠেছিলো। কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড় ও ড্রেসিংরুমের স্টাফদের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে খেলার ছাড়পত্র দেওয়া হয়।

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, ‘ইংল্যান্ড দলের দু’জন স্টাফ ও তাদের পরিবারের দু’জনের র‌্যাপিড এন্টিজেন টেস্টে করোনা পজিটিভ এসেছে। করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের আইসোলেশনে রাখা হয়েছে।’

এদিকে অস্ট্রেলিয়ার টেলিভিশন ব্রডকাস্টার চ্যানেল সেভেনের দুই জন সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।

ইত্তেফাক/এমআর