মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

জর্ডানে পার্লামেন্টের ভেতরেই হাতাহাতি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১০:৩০

হাতাহাতির ঘটনা ঘটেছে জর্ডানের পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে। সংবিধান সংশোধন করাকে কেন্দ্র করে সাংসদদের মধ্যে এই ঘটনা ঘটে।

সংবিধান সংশোধন করাকে কেন্দ্র করে জর্ডানের পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ( ২৮ ডিসেম্বর) এ ঘটনার পর পার্লামেন্টের অধিবেশন মূলতবি করা হয়।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেশটির সাংসদদের সেই হাতাহাতির ফুটেজ সম্প্রচার করা হয়েছে। এতে দেখা যায় যে, হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সদস্যরা তর্কের এক পর্যায়ে হাতাহাতি শুরু করেন।

জানা গেছে, সংবিধানে নারীর সমান অধিকার নিয়ে বিতর্কের এক পর্যায়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। হাতাহাতির ঘটনার পর স্পিকার বেরিয়ে গেলে বুধবার পর্যন্ত অধিবেশন মূলতবি করা হয়।

ইত্তেফাক/টিআর