শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রধানমন্ত্রী বই বিতরণ উদ্বোধন করবেন আজ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১১:৩২

করোনার কারণে ২০২২ সালে বই উৎসব না হলেও আজ বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এ কর্মসূচি উদ্বোধন করবেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নোটিশ সূত্রে এ তথ্য জানা যায়। নোটিশে জানা যায়, ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। আর মূল অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। 

প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেবেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। এছাড়া, দুই মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। 

ইত্তেফাক/কেকে