রাজধানীর গুলিস্তানে দুর্ঘটনাকবলিত বাস সরাতে গিয়ে দু’জনের মৃত্যুর ঘটনায় ডিএমপির পল্টন থানার দায়ের করা মামলায় এএসআই এমদাদুল হককে গ্রেফতার করা হয়েছে। আদালত ওই এএসআইয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সালাহ উদ্দিন মিয়া বলেন, আজ সকালে নিহত তুষারের বাবা বাদী হয়ে মামলা করেছেন। সড়ক পরিবহন আইনের ৯৮ ও ১০৫ ধারায় পল্টন থানায় মামলাটি রুজু হয়েছে। পরে ওই মামলায় এমদাদুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। পরে আদালত ওই এএসআইয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের সড়কে দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী শুকুর মাহমুদ বাবুল ও রাইসুল কবির তুষার নিহত হন।
ইত্তেফাক/এনএ