রাজধানীসহ সারাদেশে হঠাৎ ব্রয়লার মুরগির দাম বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, থার্টিফার্স্ট উপলক্ষে চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে।
শনিবার রাজধানীর কারওয়ান বাজার, পলাশী বাজার, হাতিরপুলসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, খুচরায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ৩০০ টাকা কেজি। অথচ এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগি দাম ছিল ১৭০ টাকা থেকে ১৮০ টাকা কেজি।
শনিবার রাজধানীর হাতিরপুল বাজারের সবুজ পোলট্রি ফার্মের মালিক মো. আবুল বাজার জানান, খ্রিস্টীয় নববর্ষে ফার্মের মুরগির চাহিদা বেশি ছিল। চাহিদার তুলনায় জোগান কম থাকায় হঠাৎ দাম বেড়ে যায়। তারপরও অনেকে বাজারে এসে মুরগি পায়নি। এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা।
লালবাগ কেল্লার মোড় বাজারে মুরগি কিনতে আসা মো. পারভেজ উদ্দিন জানান, নববর্ষ উপলক্ষে ছেলে মুরগি ফ্রাই খেতে চেয়েছে। বাজারে মুরগি কিনতে এসে দেখি দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। বাধ্য হয়ে বেশি দামেই মুরগি কিনতে হয়েছে।
তবে শীলকালীন সবজির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে করলা ৫০ টাকা, সিম ৫০ টাকা, মরিচ ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, নতুন আলু ৩০ টাকা, পেঁপে ৪৫ টাকা, কচুর ছড়া ৪০ টাকা, গাজর ৮০ টাকা, মুলা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি প্রতি পিস আকার-ভেদে ৩০-৪০ টাকা, পাতা কপি আকার ৩৫-৪০ টাকা বিক্রি করছি। তবে বাজারভেদে প্রতিটি সবজির দামে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত পার্থক্য রয়েছে।
পলাশী বাজারের সবজি ব্যবসায়ী মো. হারুন জানান, এখন বাজারে সবজির সরবরাহ বেড়েছে।প্রায় সব ধরনের সবজির দাম অপরিবর্তিত রয়েছে। বেশকিছু সবজি ক্রেতারা ৩০ থেকে ৪০ টাকার মধ্যে কিনতে পারছেন।