শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চবিতে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২০:৫২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাহাজালাল হলের সামনের এস আলম কটেজ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে  কটেজের ২১২ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির।

মৃত শিক্ষার্থী অনেষ চাকমার বাড়ি রাঙামাটি জেলায়।। তিনি মেরিন সায়েন্স বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।  

চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আবু তৈয়ব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শেষ রাতের দিকে সে আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির বলেন, সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রের লাশ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি। সে চিরকুট লিখে আত্মহত্যা করছে।

ইত্তেফাক/ ইআ