বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রামপাল পাওয়ার প্লান্ট এ অঞ্চলের মানুষের আশীর্বাদ: কেসিসি মেয়র

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫:৩৫

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, রামপাল পাওয়ার প্লান্ট এ অঞ্চলের মানুষের আশীর্বাদ। প্রতিষ্ঠানটি বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আগেই বহুমুখী সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এটি চালু হলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে।

সোমবার (৩ জানুয়ারি) সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সপ্তাহ ব্যাপী শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এ কথা বলেন। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড-বিআইএফপিসিএল এই অনুষ্ঠানের আয়োজন করে।

রামপাল পাওয়ার প্লান্টের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রামপাল উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইএফপিসিএল’র ম্যানেজার (এইচ আর ) তরিকুল ইসলাম। এর আগে বিআইএফপিসিএল’র জেনারেল ম্যানেজার সিদ্ধার্থ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেককে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, রামপাল পাওয়ার প্লান্টের উদ্যোগে রামপাল উপজেলার মোট ১০টি ইউনিয়ন সহ প্বার্শবর্তী মোংলা উপজেলার কয়েকটি ইউনিয়নে সপ্তাহ ব্যাপী প্রায় ৬ হাজার কম্বল বিতরণ করা হবে। এর আগে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১৩ হাজারেরও অধিক কম্বল বিতরণ করা হয়েছে।

 

ইত্তেফাক/ ইআ