হত্যার চেষ্টা করা হয়েছে হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে। এক বিবৃতিতে তার কার্যালয় জানিয়েছে যে, দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা চালানো হয় তাকে লক্ষ্য করে। তবে এই প্রচেষ্টায় সফলতা পায়নি হামলাকারীরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা যায়, অ্যারিয়েল হেনরিকে লক্ষ্য করে বন্দুকধারী হামলা চালিয়েছিল। দেশটির গোনাইভের শহরের এক গির্জায় এই ঘটনা ঘটে।
সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, গুলি শুরুর পর প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ও তার নিরাপত্তা কর্মীরা গাড়ির দিকে ছুটছেন।
হামলার সময় দুর্বৃত্তদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গত ৭ জুলাই রাতে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে নিজ বাসভবনে দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মইসি খুন হন। ওই হত্যাকাণ্ডের পরে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্লদে জোসেফের সঙ্গে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী পদে বসেন অ্যারিয়েল হেনরি।
তিনি ক্ষমতায় আসার পর দেশটির অপহরণকারী চক্রগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছিলেন। মূলত, এই অপহরণকারীরা দেশজুড়ে গ্যাস সরবরাহ ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ নিয়েছে। এর কারণে জ্বালানিসংকটও দেখা দিয়েছে দেশটিতে।