রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম: মিম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৭:৩৩

বিয়ে করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। গত বছরের ১০ নভেম্বর ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে আংটিবদলের পর আজ (৪ জানুয়ারি) সাতপাঁকে বাঁধা পড়লেন এই নায়িকা। সনাতন ধর্মের রীতি মেনে ধুমধাম করে রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। এতে অংশ নিয়েছেন শোবিজ অঙ্গনের নির্মাতা ও শিল্পীরা।

আজ বিকেলে নিজের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মিম।


 
ছবি শেয়ার করে মিম লিখেছেন, 

কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি,
তুমি না আমি?

শুভক্ষণ, শুভদিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য সকল ভক্ত, শুভানুধ্যায়ীদের কাছে শুভকামনা প্রার্থী।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

বর্তমানে মিমের হাতে রয়েছে আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, রায়হান রাফীর ‘ইত্তেফাক’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন