করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তাকে এখনও হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন এই গুণীর ছেলে চিত্রনায়ক মাশরুর পারভেজ।
আজ (৩ জানুয়ারি) সন্ধ্যায় মাশরুর পারভেজ গণমাধ্যমকে বলেন, ‘বাবার শারীরিক অবস্থা আগের মতোই আছে। অবনতি হয়নি। তবে তার শারীরিক অবস্থা ভালো নয়।’
জ্বর ও কাশিতে ভুগছিলেন সোহেল রানা। এরপর চিকিৎসকের পরামর্শে তার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে গিয়ে পরীক্ষা করান। তখন তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। ২৫ ডিসেম্বর রাতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ২৭ ডিসেম্বর সন্ধ্যায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে আইসিইউতেই আছে এই নায়ক।
ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছবিতে অবদান রাখায় ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দেয় সরকার।
ইত্তেফাক/বিএএফ