শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুই ছেলেসহ করোনা আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০০:৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে নিজের ফেসুবক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।

ফেসুবক পেজে তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে।  আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। সকলেই স্বাস্থ্য বিধি মেনে চলুন। টিকা গ্রহণ করুন। মহান আল্লাহ্ আমাদের সকলকে নিরাপদে রাখুন। আমিন।’

এদিকে মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে পেজে জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা এক স্ট্যাটাসে লেখেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার স্বামী,  আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে। আমি সাধারণত খারাপ কোনো খবর, ব্যক্তিগত কোনো দুঃখ, কষ্টের কথা ফেসবুকে শেয়ার করি না। অকারণে মানুষের মনের চাপ বাড়াতে চাই না। এটা এমন একটা ব্যাপার যে না বললেও সবাই জেনে গেছে।  আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন। টিকা গ্রহণ করুন। মহান আল্লাহ্ আমাদের সকলকে নিরাপদে রাখুন। আমিন।’

জুনাইদ আহমেদ পলক নাটোরের সিংড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য। তিনি ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইত্তেফাক/ইউবি